আশিফুল ইসলাম জিন্নাহ: প্রমত্ত পদ্মা নদীর সাথে এই নদীবিধৌত বাংলার এবং বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস জড়িয়ে রয়েছে। পদ্মার ইলিশ মাছের খ্যাতি বিশ্বজোড়া। মানিক বন্দোপাধ্যায়ের পদ্মা নদীর মাঁঝি গল্পের সাথে অনেকেই পরিচিত। বাংলাদেশের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র, সর্টফিল্ম, সংবাদপত্রের প্রবন্ধ, ফটোগ্রাফি, চিত্রশিল্পে নানা ভাবে, রূপে, বন্দনায় পদ্মা নদীর ঘুরে ফিরে কথা এসেছে।
সেই প্রমত্ত পদ্মার উপর নির্মিত হয়েছে পদ্মা সেতু। পদ্মা সেতু নির্মাণের মেগা প্রজেক্ট জননেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ এবং মহাজোট সরকারের নির্বাচনী এজেন্ডা ছিল। তার শাসনামলেই বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হয়েছে। ২৫শে জুন, শনিবার ২০২২ তিনি আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু উদ্বোধন করবেন। দ্বিতল পদ্মা সেতু দক্ষিণ এশিয়া এবং বিশ্বের অন্যতম বৃহত্তর সেতু। এর উপরে স্থলযান এবং নিচ দিয়ে রেল চলবে।
এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেষ হাসিনা দেখিয়ে দিলেন দৃয় ইচ্ছে এবং সংকল্প থাকলে বিশ্বব্যাংক বা কোন বিদেশি সহায়তা ছাড়াই সকল প্রতিকূলতাকে জয় করে বাংলাদেশ মেগা প্রজেক্ট বাস্তবায়ন করতে সক্ষম।
দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। অগ্রনী ব্যাংক ছিল এর মূল সহযোগী। চাইনিজ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পদ্মা সেতু নির্মিত হয়েছে। যা মধ্যবিত্ত আয়ের দেশ বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার দিকটি বিশ্ববাসীর কাছে তুলে ধরছে। বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করেছে।
তবে যারা দফায় দফায় পদ্মা সেতুর ব্যয় নিয়ে বিতর্ক তুলছে তাদের জানা উচিত, পদ্মা সেতু নির্মাণের সাথে আরো অনেক আনুসঙ্গিক বিষয় জড়িত আছে। যেমন, জমি অধিগ্রহন, নদী শাসনের ব্যবস্থা, ১ তলার পরিবর্তে ২ তলা সেতু নির্মাণের সিদ্ধান্ত, দুই লেনের ব্যবস্থা, শ্রমিক নিবাস নির্মাণ, সেনানিবাস নির্মাণ, পাইলিং করার এবং স্প্যান বসাবার সময় নানাবিদ প্রতিবন্ধকতা, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার, অধিক টেকসই নির্মাণ প্রক্রিয়া এবং কাঁচামালের মূল্য বৃদ্ধি প্রভৃতি ব্যাপার পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বাড়িয়েছে।
পদ্মা সেতু নির্মাণ একটি জাতীয় অর্জন এবং এটি একটি রাষ্ট্রয়াত্ত্ব সম্পত্তি। তাই সারা বিশ্বের বাংলাদেশীরা এই গৌরবের সমঅংশীদার। তবে পদ্মা সেতুর যানবাহনের টোলের তালিকা অনেকের কাছে বেশ অপ্রত্যাশিত। তাই দেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষের প্রতি লক্ষ্য রেখে পদ্মা সেতুর টোল কিছুটা হ্রাস করে সহনীয় পর্যায়ে আনার ব্যাপারটি পুন:র্বিবেচনা করা উচিত। কারণ এটি জনগণের প্রত্যাশার সাথে সম্পৃক্ত।
asifulislamjinnah@gmail.com
#Good_Luck_Dhaka
positivityonly