
টাইমস আই বেঙ্গলী ডটনেট: কিছুদিন আগেই মডেল, অভিনেত্রী, প্রযোজক চমক তারা ‘নাও’ নামের একটি সিনেমার কাজ শেষ করলেন। ‘নাও’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এবার তিনি সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন। সিনেমার নাম ‘রূপা’। সিনেমাতে তার চরিত্রের নামই ‘রূপা’। তাকে ঘিরেই সিনেমার গল্প এগিয়ে যায় বলে জানান চমক তারা। সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা উৎপল সর্বজ্ঞের। এরইমধ্যে সিনেমাটির শুটিং-এ অংশ নিয়েছেন চমক তারা। তারসঙ্গে আরো আছেন কচি খন্দকার’সহ আরো অনেকে।
চমক তারা বলেন,‘ রূপা চরিত্রটি একটি অসাধারণ চরিত্র। শিল্পীরা কিছু চরিত্রে কাজ করার জন্য অধীর আগ্রহে বছরের পর বছর অপেক্ষা করেন, রূপা ঠিক তেমনি একটি চরিত্র। এমন অসাধারণ একটি চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই অভিভ‚ত, মুগ্ধ। বিশেষত পরিচালকের কাছে আমি কৃতজ্ঞ। আমি চেষ্টা করছি রূপা চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’
এদিকে গেলো ঈদে চমক তারার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তার নতুন মিউজিক ভিডিও ‘মায়া হরিন’। গানটি গেয়েছেন সুমনা তাপসী। গানটি লিখেছেন জহির উদ্দিন ঝুমন, সুর সঙ্গীত করেছেন এ আর অ্যান্ড রায়। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাইফুল।