
টাইমস আই বেঙ্গলী ডটনেট: কানাডার রাজধানী অটোয়াসহ বিভিন্ন স্থানে ট্রাকচালকদের অবরোধ অব্যাহত রয়েছে। কানাডার সীমান্ত এলাকায় যেসব ট্রাকচালক কাজ করেন তাদের জন্য করোনা ভাইরাসের টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে তারা অবরোধ কর্মসূচি পালন করছে।
শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাকচালকদের চলমান বিক্ষোভকে বেআইনি এবং অগ্রহণযোগ্য বলে তা প্রত্যাহারের আহ্বান জানলেও তাতে সাড়া দেয় নি চালকেরা।
এদিকে, আমেরিকা ও কানাডার মধ্যে সংযোগ স্থাপনকারী অ্যাম্বাসেডর ব্রিজে অবরোধ সৃষ্টিকারী ট্রাকচালকদের সরিয়ে দেয়ার জন্য পুলিশ সক্রিয় হয়েছে। কানাডার আদালত অবরোধকারীদের সরিয়ে দেয়ার জন্য নির্দেশ দেয়ার ১২ ঘণ্টারও বেশি সময় পর পুলিশ ওই নির্দেশ বাস্তবায়ন মাঠে নামে। এসময় একজনকে গ্রেফতার করা হয়।
অ্যাম্বেসেডর ব্রিজ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ব্রিজে অবরোধ সৃষ্টি করার কারণে গত পাঁচ দিনে শুধুমাত্র অটোমোবাইল খাতে ৭০ কোটি ডলারের বেশি ক্ষতি হবে বলে কানাডার আইসিএস ডাটা সংস্থা জানিয়েছে।
অ্যাম্বাসাডর ব্রিজ থেকে অবরোধ প্রত্যাহারে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইুডেনের প্রশাসন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর প্রতি আহ্বান জানিয়েছে।
সূত্র: পার্সটুডে।