
টাইমস আই বেঙ্গলী ডটনেট: বৈশাখী টেলিভিশনের সামাজিক গল্পের নতুন নাটক ‘ফাতিমার সালাম’। এতে ফাতিমা চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন। নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। তানজিকা ছাড়াও আরও অভিনয় করেছেন টুটুল চৌধুরী, বৈদ্যনাথ নিয়াজ, লাকী প্রমুখ।একে অপরে সালাম বিনিময়ের মহত্ত্বই নাটকের মূল উপজীব্য। ফাতিমা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। অফিসে ঢোকার আগে এবং বের হওয়ার সময় সবাইকে সালাম দেবেনই। তার আগে কেউ সালাম দেবার সুযোগ পান না। উচ্চপদস্থ কিংবা নিম্নপদের যিনিই হোক না কেন সালাম দেওয়ার ব্যাপারে কোনো বাছবিচার নেই।একটি ঘটনা কারো চোখই এড়ায় না। আর তা হলো- ফাতিমা সকালে অফিসে ঢোকার সময় বৃদ্ধ দারোয়ান চাচাকে সালাম দিয়ে অফিসে ঢোকেন এবং অফিস শেষে ফেরার সময় বৃদ্ধ দারোয়ানকে সালাম দিয়ে বের হন। একদিন অফিসের বস ফাতিমাকে অনেক কাজ দিয়ে বের হন। অফিস টাইম শেষ হলেও ফাতিমার কাজ শেষ হয় না। অফিসের সবাই চলে যান, একা একাই কাজ করতে থাকেন ফাতিমা।অফিসের পিয়নদেরও চলে যেতে বলেছেন ফাতিমা। পুরো অফিস খালি। হঠাৎ করেই ফাতিমা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান।
গভীর রাত। দারোয়ান জলিল চাচাও অফিস লাগোয়া নিজের ঘরে ঘুমাতে যান; কিন্তু তার ঘুম আসে না। তার মনে পড়ে একজন তাকে সকাল বিকাল সালাম দেয়। সেই ফাতিমা ম্যাডাম আজ সকালে সালাম দিয়ে অফিসে ঢুকলেও বিকালে কিন্তু তাকে সালাম দেননি। বিষয়টা তাকে ভাবায়। কেন ফাতিমা ম্যাডাম আজ বিকালে চলে যাওয়ার সময় তাকে সালাম দেননি।কী একটা কিছু ভেবে দারোয়ান চাচা ঘর থেকে বের হয়ে যান। দারোয়ান জলিল চাচার সন্দেহই ঠিক। আজ ফাতিমা ম্যাডাম তো অফিস থেকে বেরই হননি। সালাম দেবেন কী করে? জলিল চাচা দ্রুত অফিসে ঢুকে দেখেন মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন ফাতিমা। এর পর কী? এটা এক অন্যরকম নাটকের গল্প। এভাবেই এগিয়ে চলে নাটকের কাহিনী।