
আমান উল্লাহ পাটওয়ারী, বিশেষ প্রতিনিধি, সাভার: সাভার উপজেলার আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গত রোববার বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুল হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ স¤পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুর রহমান বাবুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জহিরুল ইসলাম খান, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ বাবুল হোসেন, মাসুদ রানা, নজরুল ইসলাম নান্নু, সৈয়দ আরিফ প্রমূখ। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ স¤পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ও তার পরিবারের জন্য দোয়া করা হয়।