টাইমস আই বেঙ্গলী ডটনেট, ঢাকা: মহামারি করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট যখন বিশ্বব্যাপী থাবা বসাতে শুরু করেছে ঠিক এমন সময়েই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানালেন আরেকটি দুঃসংবাদ। করোনার আরেকটি নতুন ধরন শনাক্ত হয়েছে ফ্রান্সে। নতুন এই ভ্যারিয়েন্টটি বৈজ্ঞানিক নাম জানিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। নতুন এই ভ্যারিয়েন্টটির নাম বি.ওয়ান.সিক্স ফোর জিরো.টু।
ফ্রান্সের মার্সাইলে ১২ জন রোগীর শরীরে বি.ওয়ান.সিক্স ফোর জিরো.টু ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। জনস্বাস্থ্যবিদরা জানিয়েছেন, প্রায় ৪৬ বার মিউটেশন হয়েছে এই ভ্যারিয়েন্টের। সেই সঙ্গে তারা আরও জানিয়েছেন, এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা রয়েছে।
মেডরিক্সভ নামক একটি গবেষণা জার্নালে পোস্ট করা গবেষণাপত্রে এই ভ্যারিয়েন্ট আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। গবেষকরা ওই গবেষণাপত্রে জানান, ১০ ডিসেম্বর এই ভ্যারিয়েন্ট আবিষ্কার করেন তারা। বিজ্ঞানীরা এর সাধারণ নাম দিয়েছেন আইএইচইউ।
এদিকে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই ফ্রান্সে ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন অন্তত ১ লাখ ৬০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।